গোপালগঞ্জে মুজিববর্ষে উন্নত জাতের রুইয়ের পোনা অবমুক্ত

মুজিববর্ষে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গোপালগঞ্জে তৃতীয় প্রজম্মের (উন্নত জাত) রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ওয়ার্ল্ড ফিশ এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গত মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বাঁওড় ও বন্যাবাড়ি বিলে ৪৫০ কেজি পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
ওয়ার্ল্ড ফিশের সিনিয়র বিজ্ঞানী ড. বিনয় কুমার বর্মণ জানান, হালধা, পদ্মা ও যমুনা নদী থেকে প্রথমে রুই মাছের ব্রুড সংগ্রহ করা হয়। তারপর গবেষণার মাধ্যমে ধাপে ধাপে ভালো থেকে ভালো জাত নির্বাচন করা হয়। দীর্ঘ ৮ বছর গবেষণার পর তৃতীয় প্রজম্মের রুই মাছের পোনা উদ্ভাবন করা হয়েছে। এ পোনা দ্রুত বাড়ে। প্রচলিত পোনার তুলনায় শতকরা ৩০ ভাগ বেশি বৃদ্ধি পায়। মুক্ত জলাশয়ে বৃদ্ধির হার আরও বেশি। খেতে সুস্বাদু তাই বাজারে বেশি দামে বিক্রি হবে। এতে মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষিরা লাভবান হবেন।
মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. খালেদ কনক বলেন, মাছের উৎপাদন বাড়িয়ে আমরা মৎস্যজীবী ও চাষিদের স্বাবলম্বী করতে চাই। দেশের প্রতিটি মানুষের জন্য আমরা মাছ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।