নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৩০ কর্মচারি প্রতিমাসে পাবে ৫ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ

`স্মাট অফিস মেনেজমেন্ট’-এর অংশ হিসেবে জেলা প্রশাসনের ৩০ জন কর্মচারীর ৫ ঘন্টাব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ১৫ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন।
জেলা প্রশাসনের ৩০ জন কর্মচারী প্রতি মাসে ৫ ঘন্টা করে বছরে ৬০ ঘন্টা প্রশিক্ষণ নেবেন।এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীরা যেমন নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন তেমনি সেবা প্রত্যাশীদের সেবা দিতেও গতিশীল হবে বলে জানান জেলা প্রশাসক।