South east bank ad

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে পানিতে নামার আগে করণীয় বিষয়ে ‘সচেতনতামূলক ক্যাম্পেইন’

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৭ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে পানিতে নামার আগে করণীয় বিষয়ে ‘সচেতনতামূলক ক্যাম্পেইন’
কক্সবাজারে গতকাল শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ জেলা প্রশাসনের আয়োজনে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পানিতে নামার আগে করণীয় সম্পর্কে ১০ দিনব্যাপী ‘সচেতনতামূলক ক্যাম্পেইন’-এর শুভ উদ্বোধন করা হয়। 
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

সমুদ্রের পানিতে নামার আগে সতর্কতাসমূহ :
* সাঁতার না জানলে সমুদ্রের পানিতে নামার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করুন।
* সমুদ্রে লাল পতাকা চিহ্নিত জায়গায় কোনোভাবেই পানিতে নামবেন না।
* সমুদ্র এলাকার সর্বদা লাইফগার্ড সদস্যদের নির্দেশনা মেনে চলুন।
* সমুদ্রে বিকেল পাঁচটার পর নামবেন না।
* সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটাসহ আবহাওয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নিন।
* লাইফগার্ড নির্দেশিত নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও সমুদ্রের পানিতে নামবেন না।
* সমুদ্র সৈকতে যেকোনো সময় তীব্র স্রোত এবং গুপ্ত গর্ত সৃষ্টি হতে পারে। তাই নিজের নিরাপত্তার জন্য কর্তব্যরত লাইফগার্ড এলাকা ও বীচ কর্মী নির্দেশিত জায়গায় সমুদ্রে নামুন।
* যে কোন ভাসমান বস্তু সমুদ্রে নামানোর আগে বাতাসের গতি সম্বন্ধে জেনে নিন।
* আপনার শিশুকে সবসময় আপনার সঙ্গে রাখুন।তাকে একা সমুদ্রে নামতে দিবেন না।
* অসুস্থ অথবা দুর্বল শরীর নিয়ে সমুদ্রে হাটু পানির বেশি নামবেন না।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: