ফরিদপুরে অতিরিক্ত সচিব ও জেলা প্রশাসকের টিটিসি পরিদর্শন

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (এনডিসি) অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম ও ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন।
গতকাল শুক্রবার ৮ অক্টোবর সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষ করে প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী ও উইন্টার সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। এরআগে টিটিসির পুকুরের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন অতিরিক্ত সচিব ও জেলা প্রশাসক।
এরপরে উইন্টার সেশনের ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানের মতবিনিময় সভায় অংশ নেন।
“মুজিব বর্ষের আহব্বান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিটিসির অডিটোরিয়ামে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে নবীন বরণ অনুষ্ঠনের উদ্ধোধন করেন অতিরিক্ত সচিব।
ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অতিরিক্ত সচিব প্রধান অতিথির বক্তব্যে বলেন, অত্র প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে যেয়ে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করবে এবং অর্থনৈতিক মেরুদণ্ডকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি আরও জানান একজন শিক্ষার্থী কারিগরি প্রশিক্ষন এর মাধ্যমে দক্ষ হয়ে দেশে বিদেশে তার দক্ষতানুযায়ী চাকরি করতে পারবে। তিনি বলেন অনেকেই ১ বছর প্রশিক্ষন শেষে নিজের সর্বস্ব হারিয়ে বিদেশে যেতে হয়। তাই এসমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ হতে কাগরিগরি প্রশিক্ষন কেন্দ্রে আওতায় স্বল্প সুদে ঋন দিয়ে থাকে। যার ফলে একজন শিক্ষার্থীর আগ্রহ থাকলেই এ সব সরকারি সুবিধার মাধ্যমে তার নিজের খুব সহজেই একটি পেশা তৈরি করতে পারে।
এ সময় বিদেশ গমনে দালালদের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন দেশের বেশ কিছু প্রতারক চক্র উচ্চ লাভের আশা দিয়ে অসহায়দের প্রলোভিত করে প্রতারণা করে আসছে। ফলে ওই সব লোকজন বিদেশে গিয়ে একদিকে যেমন নিজেরা বিপদে পরে, অপর দিকে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ হয়ে সরকারি নিয়ম অনুযায়ী বিদেশে গমনের পরামর্শ দেন। একই সঙ্গে অত্র প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সব ধরণের সহযোগীতা দেওয়া হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য দেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম এর সহধর্মীনী , মেরিন একাডেমীর অধ্যক্ষ খোরশেদ আলম, মাগুরা টিটিসি অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, রাজবাড়ী টিটিসি অধ্যক্ষ ফাতেমা নারগিস, আলফাডাঙ্গা টিটিসি অধ্যক্ষ শাহিনুর ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষণরত বিদেশ গামী পুরুষ কর্মীদের তিন দিন, মহিলা কর্মীদের একমাস মেয়াদী হাউজ কিপিং কোর্স, সিপ প্রকল্পের অধিনে পরিচালিত চার মাস মেয়াদী সম্পুর্ন ফ্রি মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনট্রেন্যান্স কোর্স এবং স্কিল ট্রেনিং গার্মেন্স সহ ৬টি কোর্সের ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
টিটিসির নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ইমরান খান। এ সময় ফরিদপুর কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়।