South east bank ad

ভূমি সেবা ডিজিটাল ও বদলে যাচ্ছে দিনকাল : নারায়ণগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২১ শুরু

 প্রকাশ: ০৭ জুন ২০২১, ০৮:১৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ভূমি সেবা ডিজিটাল ও বদলে যাচ্ছে দিনকাল : নারায়ণগঞ্জে  ভূমি সেবা সপ্তাহ ২০২১ শুরু
ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেন নারায়ণগঞ্জের  জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
ভূমি সেবা ডিজিটাল ও বদলে যাচ্ছে দিনকাল এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, "আমাদের দেশে এখন জমি রেজিস্ট্রেশন, মিউটেশন সেবা ডিজিটালাইজড হচ্ছে ও এলডি ট্যাক্সসহ যাবতীয় সেবা ভূমির মালিকগণ সহজেই অনলাইনে গ্রহণ করতে পারবেন। এতে করে ভূমি অফিসে অসাধু চক্রের অপতৎপরতা কমবে এবং সেবা সহজীকরণ হবে।"

সাধারণ জনগণের কথা বিবেচনা করে এবং সব ধরণের ভূমি সেবার দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সরকার এ উদ্যোগ হাতে নিয়েছে।ভূমি সেবা ডিজিটালাইজড করে দালালদের হয়রানি যেন আর হতে না হয় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এখন থেকে অনলাইনেই খাজনা পরিশোধ করা যাবে এবং পাওয়া যাবে দাখিলা।
জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে ভূমি মালিকদের সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে ভূমি মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করতে হবে।এজন্য ভূমি মালিকদের প্রয়োজনীয় প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। 
যেমন: খতিয়ানের কপি, পূর্বপর্তী দাখিলার কপি, জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর। এছাড়া অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশনে প্রয়োজন হবে- নামজারি/খারিজা পর্চা, রেকর্ডীয় মালিকের ভোটার আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট সাইজের ছবি, রেকর্ডীয় মালিকের বা ওয়ারিশদের সচল মোবাইল নম্বর এবং সর্বশেষ দাখিলা।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: