South east bank ad

ঢাকা জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ইচ্ছেপূরণের ঈদ’

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১২:২৭ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ঢাকা জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ইচ্ছেপূরণের ঈদ’
ঢাকা মহানগরীর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে এবার ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে ঐতিহ্যবাহী ঢাকা জেলা প্রশাসন। উক্ত উদ্যোগটির নাম দেওয়া হয়েছে "ইচ্ছেপূরণের ঈদ।"

শুক্রবার (২১ এপ্রিল) ঢাকা মহানগরীর সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের মধ্য থেকে ১২৬ জন শিশুর ঈদ রাঙাতে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের পরিকল্পনায় আয়োজন করা হয়েছে "ইচ্ছেপূরণের ঈদ।"

আয়োজকরা জানান,এই ঈদে তাদের (এতিম) আর অন্য কারও পছন্দ করা পোশাক পরতে হবে না, বরং তারা নিজেরাই পেয়েছেন ইচ্ছেপূরণের স্বাধীনতা। রাজধানীর প্রিন্স প্লাজা শপিং সেন্টারে শিশুরা নিজেদের পছন্দে তাদের পোশাক ক্রয় করেছেন।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক এনজিও আল খায়ের ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং ঢাকা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ইচ্ছেপূরণের ঈদে সরকারি শিশু পরিবারের ১২৬ জন শিশুদের প্রত্যেককে দেওয়া হয়েছে ১৫০০ টাকার পোশাক।


এমন অনন্য উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, "সকলের সম্মিলনে আনন্দ আর উৎসব পূর্ণতা পায়। পরিবারহীন সুবিধাবঞ্চিত এসব শিশুদের সবচেয়ে বড় পরিচয় তারা সরকারি শিশু পরিবারের সদস্য। তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা আগামীদিনেও ঢাকা জেলা প্রশাসন অব্যাহত রাখবে।"


তিনি বলেন, ঢাকা'র জেলা প্রশাসক দেশের সকল সরকারি শিশু পরিবারের শিশুদের ঈদ এমন বর্ণিল ও আনন্দময় হোক এই প্রত্যাশা ব্যক্ত করি।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: