মানিকগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার ৮ জুন ২০২১ইং তারিখে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে "অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়" সংক্রান্ত কাজে তথ্য সংগ্রহ ও অনলাইনে ডাটা এন্ট্রিকারীগণের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। প্রধান অতিথি তার বক্তব্যে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের এই মহৎ কাজে যুক্ত হওয়া অন্য ডাটা এন্ট্রিকারীদেরকে স্বাগত জানান। একইভাবে এই সংক্রান্ত সব কাজ সাবধানতা ও আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মানিকগঞ্জ সদরের সহকারী ভূমি কমিশনার তাসলিমা শিরিন।