নোয়াখালীতে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে গণশুনানি

গত রোববার ৬ জুন ২০২১ইং তারিখ থেকে আগামীকাল বৃহস্পতিবার ১০ জুন ২০২১ইং তারিখ পর্যন্ত এক সপ্তাহব্যাপী সারাদেশের মতো একযোগে নোয়াখালী জেলায় 'ভূমি সেবা সপ্তাহ-২০২১' উদযাপিত হচ্ছে।
সেই ধারাবাহিকতায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে গতকাল মঙ্গলবার ৮ জুন ২০২১ইং তারিখ নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান সোনাইমুড়ী উপজেলায় ভূমি সংক্রান্ত গণশুনানিতে অংশ নেন।
এ সময় তিনি ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে সোনাইমুড়ী ভূমি অফিসে এক সপ্তাহের জন্য স্থাপিত সেবা ডেস্ক পরিদর্শন করেন। সেবা ডেস্ক হতে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের পদ্ধতিসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সমস্যা বিষয়ে সহায়তা পাওয়া যাবে।