South east bank ad

ফেনী গাইডের মোড়ক উন্মোচন ও ভিডিওচিত্র প্রদর্শণ

 প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ফেনী গাইডের মোড়ক উন্মোচন ও ভিডিওচিত্র প্রদর্শণ
ফেনীর পর্যটনের সম্ভাবনা ও নান্দনিকতা বিষয়ক জেলা প্রশাসন থেকে প্রকাশিত ফেনী গাইডের আজ মোড়ক উন্মোচন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচনের পূর্বে এ সম্পর্কিত একটি ভিডিওচিত্র প্রদর্শণ করা হয়।

ফেনী গাইডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিনিয়র সচিব বলেন, ফেনীকে নতুন করে মানুষের সামনে তুলে ধরতে গাইডটি ভূমিকা রাখবে। তিনি বলেন, সারাবিশ্বে ফেনীর কথা ছড়িয়ে দিতে গাইডের সফট কপি ওয়েবসাইটে স্থান পাবে। যেকোনো ব্যক্তি প্রয়োজন অনুয়ায়ী তথ্য সংগ্রহ করার সুযোগ পাবেন।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ব্যবসায়ী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, ফেনীর ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সহকারি কমিশনার (ভূমি) ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: