South east bank ad

মাইগভ প্ল্যাটফর্মে জেলা প্রশাসন, ঢাকার সেবা সমুহের স্মার্ট যাত্রার শুভ উদ্বোধন

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১০:৩০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মাইগভ প্ল্যাটফর্মে জেলা প্রশাসন, ঢাকার সেবা সমুহের স্মার্ট যাত্রার শুভ উদ্বোধন
আজ ০৯ নভেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ঢাকা'র উদ্যোগে সেবা প্রত্যাশীদের সেবা গ্রহণ পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জেলা প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের আওতায় সেবা প্রদান পদ্ধতিকে স্মার্ট করার লক্ষ্যে এ কার্যালয় হতে প্রদেয় ৫৯ টি সেবা মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ ও নিস্পত্তি প্রক্রিয়া উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক, ঢাকা জনাব আনিসুর রহমান। 

সেবাসমুহ হলো: অত্যাবশ্যকীয় পণ্যের ডিলিং লাইসেন্স, ডুপ্লিকেট লাইসেন্স ও লাইসেন্স নবায়ন আবেদনের মোট ৫১ টি সেবা, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রত্যয়ন/সনদ প্রাপ্তির আবেদন, বীর মুক্তিযোদ্ধা সন্তান/নাতি/নাতনিদের প্রত্যয়নের আবেদন, পরীক্ষা কেন্দ্র স্থাপনের অনুমতির আবেদন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রিজাইডিং অফিসার নিয়োগের আবেদন, এডহক কমিটিতে অভিভাবক সদস্য মনোনয়নের আবেদন, এনজিও সমুহের প্রকল্প বাস্তবতা সম্পর্কিত প্রত্যয়নপত্রের জন্য আবেদন, শিক্ষানুরাগী ব্যক্তি মনোনয়নের আবেদন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নতুনভাবে স্থাপনের জন্য/পাঠদানের জন্য দূরত্ব সনদের আবেদন।

প্রসঙ্গত, স্মার্ট সেবাসমূহের মাধ্যমে জেলা প্রশাসক ঢাকার উদ্দেশ্য হলো, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এবং স্মার্ট নাগরিক তৈরীতে ভূমিকা রাখা, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া, পেপারলেস অফিসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, কম সময়ে ও কম খরচে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, সরকারী কোষাগারে অর্থ ( সার্ভিস ফি / ভ্যাট / অগ্রিম কর) অনলাইনে প্রদান নিশ্চিত করা।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: