জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

অদ্য ১৬ নভেম্বর, ২০২৩ খ্রিঃ তারিখ রাত ০৯:০০ ঘটিকায় বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলার লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আরিফুজ্জামান। সভাপতি মহোদয় বলেন আজ মধ্যরাত নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাই, ঘূর্ণিঝড়ের ফলে জান-মালের ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে সকাল পর্যন্ত অপেক্ষা না করে রাতের বেলায় সভাটি আয়োজন করা হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রিপন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার (সদর) জনাব মোঃ তৌহিদুল ইসলাম, কোস্ট গার্ডের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সিপিপি সদস্যবৃন্দ, রেড ক্রিসেন্ট, স্কাউটসহ স্বেচ্ছাসেবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।