রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

শনিবার রংপুর জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর, জিবি মেম্বার, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সভায় অধ্যক্ষ বর্তমান অনলাইন শিক্ষা কার্যক্রম, প্রতিষ্ঠানের প্রবিধান, চলমান উন্নয়ন প্রকল্প, আর্থিক প্রতিবেদন সহ বিবিধ বিষয় উপস্থাপন করেন।
সভাপতি জিবি সদস্যগনের সহিত আলোচনা অন্তে বর্তমান করোনা কালীন সময়ে অনলাইন শিক্ষা বিষয়ে অধিকতর গুরুত্ব আরোপ, শিক্ষার্থীদের সহিত অধিকতর যোগাযোগ সহ উপস্থাপিত বিষয়ে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন।
অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।