South east bank ad

জমি দখল নেওয়ার জন্যই ভ্যানচালক খুন: পুলিশ সুপার মাদারীপুর

 প্রকাশ: ১৪ জুন ২০২১, ১০:৩২ অপরাহ্ন   |   জেলা পুলিশ

জমি দখল নেওয়ার জন্যই ভ্যানচালক খুন: পুলিশ সুপার মাদারীপুর
মাদারীপুরে জমির দখল নেওয়ার জন্যই ভ্যানচালকে হত্যা করা হয়। গত মে মাসের ২৩ তারিখ রাতে নামাজ শেষে বিশ্রাম নিয়ে ফেরার পথে পরিকল্পিত ভাবে হত্যা করা হয় মোতাহার দর্জিকে। ওই ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, গত মাসের ২৩ তারিখে রাজৈর থানাধীন মজুমদারকান্দি লিয়াকত খা এর পাট ক্ষেত থেকে মৃত কালু দর্জি ছেলে মোতাহার দর্জির (৫০) লাশ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই সাব্বির শেখ তথ্য প্রযুক্তির ব্যবহার, তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সাথে জড়িত ইলিয়াস মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে। তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে, এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই পর্যন্ত তাকে নিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের ঘটনার বিবরণ তুলে ধরেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এসময়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক উপস্থিত ছিলেন। 
 
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, মোতাহার দর্জির সাথে জায়গা জমি নিয়ে অনেক দিন ধরেই মামলা মোকদ্দমা চলছিলো এমারত ফরাজীর সাথে। কিন্তু জমি মোতাহার দর্জির দখলে থাকায় জমির দখল নেওয়ার জন্য এমারত ফরাজী সহ আরো তিনজন মোতাহার দর্জিকে হত্যার পরিকল্পনা করে। পরবর্তীতে গত মাসের ২৩ তারিখ রাতে হত্যা করা হয় মোতাহার দর্জিকে। হত্যার ঘটনায় ও পরিকল্পনায় ৭ জন জড়িত ছিলো। বিশেষ করে জমির দখল নেওয়ার জন্যই এই হত্যাকান্ড সংঘটিত হয়।সংবাদ সম্মেলনে মাদারীপুর পুলিশ সুপার সাংবাদিকদের আরো বলেন -বিট পুলিশের কার্যক্রমে গতিশীল করার লক্ষে জেলার প্রত্যেক বাড়ি ও পাড়া মহল্লায় ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং অফিসারের নাম্বার সম্ভলিত স্টিকার লাগানো হবে। আজ তার মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় শুভ উদ্বোধন করা হয়েছে। 
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: