মাদারীপুরে বিট পুলিশিং স্টীকার কার্যক্রম

১৪ই জুন সোমবার মাদারীপুর পৌরসভা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরো বেগবান করার লক্ষে পথ সভার মাধ্যমে বিভিন্ন বাসা-বাড়ীর গেটে স্টীকার লাগিয়ে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম-বার)।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) চাইলাউ মারমা, অতিঃ পুলিশ সুপার(সদর) মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিঃ পুলিশ সুপার(সদর সার্কেল) এহসানুর রহমান ভূইয়া, মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জসহ মাদারীপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও জনসাধারণ।