South east bank ad

নরসিংদী Child Affairs Desk Skill ও শিশু আইন-২০১৩ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৮ জুন ২০২১, ১২:২৬ পূর্বাহ্ন   |   জেলা পুলিশ

নরসিংদী Child Affairs Desk Skill ও শিশু আইন-২০১৩ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
 
নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৫-১৭ জুন তিন দিনব্যাপী শিশু আইন-২০১৩ ও Child Affairs Desk Skill বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৭ জুন  উক্ত কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর  পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন এসবির বিশেষ পুলিশ সুপার এ. এইচ. এম ইয়াদুল ইসলাম এবং  এআইজি (ইনোভেশন এন্ড বেস্ট প্রাকটিস),  মোঃ মনিরুজ্জামান।
শিশু আইন-২০১৩ ও Child Affairs Desk Skill বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও নরসিংদী জেলার সকল থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাসহ মোট ৩০ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: