শিরোনাম

South east bank ad

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

 প্রকাশ: ১৯ জুন ২০২১, ০৪:৪৪ অপরাহ্ন   |   জেলা পুলিশ

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

রাজশাহীতে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ১০ জনের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বাকি ছয়জনের করোনার উপসর্গ ছিল। এছাড়া করোনামুক্ত হওয়ার পর মারা গেছেন একজন। দশজনের মধ্যে পাঁচজনের বাড়ি রাজশাহী জেলায়। অন্য পাঁচজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন তারা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

করোনা সংক্রমণরোধে  চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল শুক্রবার ১৮ জুন ২০২১ইং তারিখ সর্বসাধারণের মধ্যে করোনা সংক্রান্ত  স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে  সচেতনতামূলক প্রচারণা  চালানো হয়। সঠিক নিয়মে মাস্ক পরিধান  এবং সামাজিক দুরত্ব মেনে চলতে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করা হয়।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: