দিনাজপুরে জেলা দাবা লীগ আয়োজনে আইজিপির সভা

জেলা দাবা লীগ আয়োজনের প্রেক্ষিতে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের সকল রেঞ্জের সকল জেলার পুলিশ কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইজিপি মহোদয় জেলা দাবা লিগ আয়োজন এবং কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
দিনাজপুর জেলা থেকে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) পুলিশ সুপারের কার্যালয় সভা কক্ষ থেকে উক্ত ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হন। উক্ত ভিডিও কনফারেন্সে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।