টুংগিপাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করলেন গোপালগঞ্জের পুলিশ সুপার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশ হতে গৃহীত নানাবিধ কর্মপরিকল্পনার একটি অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি থানায় স্থাপন করা হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। আজ টুংগিপাড়া থানা পরিদর্শনকালে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম টুংগিপাড়া থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন। তিনি আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলে ও তাদের সমস্যা শুনে তা তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন।