জয়পুরহাট জেলা পুলিশের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম

জয়পুরহাট জেলার গরীব, দুঃস্থ, অসহায় করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ১৯ জুন ২০২১ইং তারিখ শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম)।
শুরু থেকে এ পর্যন্ত গত এক সপ্তাহে জয়পুরহাট জেলায় সর্বমোট ১৭ জন করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়া হয়। এর মধ্যে জয়পুরহাট সদর থানা এলাকায় ১২ জন, পাঁচবিবি থানায় এলাকায় ৩ জন এবং ক্ষেতলাল ও আক্কেলপুর থানা এলাকায় ১ জন করে এ সেবা দেওয়া হয়েছে।
প্রতিনিয়ত গভীর রাতে অনেক মুর্মূষ রোগী যারা শ্বাসকষ্টে ভুগছেন তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে জেলা পুলিশ জয়পুরহাট।
জয়পুরহাট জেলায় মহতি এই উদ্যোগের সঙ্গে অনেক হৃদয়বান ব্যক্তি আছে যারা অক্সিজেন সিলিন্ডার ডোনেট করেছেন। এ মানবিক কাজে সহায়তা করায় তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছে পুলিশ বিভাগ।
জয়পুরহাট জেলা পুলিশ জয়পুরহাটের জনগণের সেবা করতে পেরে আনন্দিত ও গর্বিত।যতদিন এ করোনা মহামারি রয়েছে ততদিন অসহায় মানুষের পাশে জয়পুরহাট জেলা পুলিশ থাকার আশ্বাস দিয়েছে।
এছাড়া জরুরি প্রয়োজনে কনস্টেবল মো. আরিফুল ইসলাম, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পুলিশ হাসপাতাল, জয়পুরহাট এবং ০১৭৩৭৫৯৯৬৬৬ এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।