শিরোনাম

South east bank ad

নারী ও মেয়েদের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালায় অনুষ্ঠিত অংশ নিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ০৭:৫৭ অপরাহ্ন   |   জেলা পুলিশ

নারী ও মেয়েদের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালায়  অনুষ্ঠিত অংশ নিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার
গতকাল শনিবার ২৬ জুন ২০২১ইং তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলায় থানাগুলোতে কর্মরত পুলিশ অফিসারদের মধ্যে লিঙ্গ সংবেদনশীলতা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধের বিষয়ে দক্ষতা বাড়ানো, শিক্ষা ও দক্ষতা প্রকল্পের মাধ্যমে সমাজে নারী ও মেয়েদের ক্ষমতায়ন শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। 
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ ও ইউএনডিপি -এর সমন্বয়ে আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন। 
এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাঈন উদ্দিন চৌধুরী। 
ইউএনডিপির পার্বত্য এলাকার জেন্ডার ও কমিউনিটি বিষয়ক প্রধান জুমা দেওয়ান, ইউএনডিপির পার্বত্য এলাকার জাতীয় পরামর্শক মনজন নাহার এ অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: