South east bank ad

সুদীপ কুমার চক্রবর্তী বগুড়ার নতুন পুলিশ সুপার

 প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৮:০০ অপরাহ্ন   |   জেলা পুলিশ

সুদীপ কুমার চক্রবর্তী বগুড়ার নতুন পুলিশ সুপার
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয় কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। এদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার পুলিশ সুপার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম  বাংলাদেশ সিভিল সার্ভিসে ১৭ বছরে ধরে সুনামের সাথে কাজ করে আসছেন।  ২০১৯ সালের আগস্ট মাসে ডিএমপি সদর দফতরের ডিসি থেক  সুদীপ কুমার চক্রবর্তীকে গুলশান বিভাগের ডিসি করা হয়।   জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতায় জীবনের স্বরূপ নতুন করে অন্বেষণ করতে শিখেছেন।  সুদীপ চক্রবর্ত্তীর জন্ম ১৯৭৫ সালের ১ ডিসেম্বর ময়মনসিংহ শহরে। শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও মানবাধিকার সমুন্নত রাখায় তিনি একজন অগ্রসৈনিক। 

এআইজি সুনন্দা রাায় সুদীপ চক্রবর্ত্তীর সহধর্মীনী। তারা দুজনেই চব্বিশতম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। আপাদমস্তক দেশপ্রেমিক এই পুলিশ কর্মকর্তার পেশাজীবন ও ব্যক্তিজীবন অনেকের জন্যই হতে পারে অনুকরণীয় আদর্শ।ডিসি গুলশান সুদীপ কুমার চক্রবর্ত্তী একজন লেখক ও কবি। তাঁর লেখালেখির হাত সবার প্রশংসা কুড়িয়েছে। এবার অমর একুশে বইমেলা ২০২১ এ প্রকাশিত হলো সুদীপ কুমার চক্রবর্ত্তীর কাব্যগ্রন্থ “নিঃশব্দ নিনাদ”। অন্যপ্রকাশ প্রকাশনী তার এই বইটি প্রকাশ করেছে। এর আগে একুশে বইমেলা ২০২০ এ প্রকাশিত হয় তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ ‘নিমগ্ন নির্জন’। সেবার কবিতার বইটির মোড়ক উন্মোচন করেছিলেন ডিএমপি কমিশনার। বইটি প্রথম দিনেই প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়। এরপরও গোটা মেলার অন্যতম আলোচিত বই ছিল এটি।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: