মাদারীপুরে নিরাপদ সমাজ গড়তে বিট পুলিশিং কার্যক্রম

আজ বুধবার ১৪ জুলাই মাদারীপুর সদর থানার রাস্তি ইউনিয়ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরও বেগবান করার লক্ষে পথ সভার আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন বাসা-বাড়ির গেইটে বিট পুলিশিং স্টিকার লাগানো হয়।বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম-বার)।
এসময় আরও উপস্থিত ছিলেন চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), এহসানুর রহমান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তারেক আমান বান্না, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ), অফিসার ইনচার্জ মাদারীপুর সদর থানা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা এবং স্থানীয় জনসাধারণ।