জামালপুর জেলা পুলিশ সুপারের মাক্স বিতরণ

শামীম আলম (জামালপুর):
মাক্স পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করেছে জেলা পুলিশ।
করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশেব্যাপী পুলিশের পক্ষ থেকে মাক্স বিতরনের অংশ হিসেবে আজ দুপুরে শহরের তমালতলা এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, ওসি রেজাউল ইসলাম খান প্রমুখ। পরে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণের পাশাপাশি করোনা থেকে মুক্তি পাওয়ার উপায় সম্বলিত সচেতনামূলক লিফলেটও বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, লকডাউন সীমিত সময়ের জন্য বন্ধ থাকায় মানুষকে সচেতন এবং মাক্স পড়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হচ্ছে। আগামী লকডাউন শুরুর আগে পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।