গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে জেলা পুলিশ

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মামলার সুষ্ঠু তদন্ত, ওয়ারেন্ট তামিল, চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদারকরণ, বিট পুলিশিং তথা সর্বোপরি জনবান্ধব পুলিশিং এর কোন বিকল্প নেই। থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি কিংবা ক্যাম্পের পুলিশ সদস্যসহ জেলার সকল ইউনিটের পুলিশ সদস্যদের সক্রিয়ভাবে নিজ দায়িত্ব পালনই পারে একমাত্র সেই লক্ষ্য পূর্ণ করতে। আরে সেই লক্ষ্য পূরণে অন্যতম ভূমিকা পালন করে সুপারভিশন তথা সার্বিক তদারকি। গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম এর নির্দেশনা ও নেতৃত্বে সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে গোপালগঞ্জ জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম এবং সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) শাহিনুর চৌধুরী এর সার্বক্ষণিক তদারকিতে রয়েছে জেলার প্রতিটি থানার আইন-শৃঙ্খলা সংক্রান্ত সার্বিক কার্যক্রম।