বিদায়ী পুলিশ সুপার থেকে দায়িত্বভার গ্রহন করলেন পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা ।
আজ পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান থেকে দায়িত্বভার গ্রহন করেন পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা।
পরে বিদায়ী ও নবাগত পুলিশ সুপার একে অপরকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান পিপিএম সেবা , সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মোঃ রিয়াজ হোসেন পিপিএম, ডিআইও১ জেলা বিশেষ শাখা পিরোজপুর, জেলার সকল অফিসার ইনচার্জগণ এবং জেলার সকল স্তরের অফিসার ও ফোর্স ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত পুলিশ সুপারকে বরণ করেন।