South east bank ad

নারায়ণঞ্জে বিধিনিষেধ কার্যকরে তৎপর জেলার পুলিশ-প্রশাসন

 প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১০:৩৪ অপরাহ্ন   |   জেলা পুলিশ

নারায়ণঞ্জে বিধিনিষেধ কার্যকরে তৎপর জেলার পুলিশ-প্রশাসন

নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ কার্যকরে তৎপর জেলা প্রশাসন ও জেলা পুলিশের সদস্যরা৷ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে সেনা ও বিজিবি’র সদস্যরা৷

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ৷ সড়কে অবস্থান নিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট৷

সরেজমিনে দেখা গেছে, ঈদের ছুটি এবং বিধিনিষেধ; এই দুই মিলিয়ে মানুষের আনাগোনাও রয়েছে কম৷ বিধিনিষেধ অনুযায়ী মূল সড়কগুলোতে কেবল প্যাডেল চালিত রিকশা চলাচল করতে দেখা গেছে৷ যান্ত্রিক সব বাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মূল সড়কের বাইরে অলিগলিতে ব্যাটারিচালিত ইজিবাইক-রিকশা চলাচল করতে দেখা গেছে৷

নারায়ণঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, সরকারি বিধি-নিষেধ কার্যকরে পুলিশের মোবাইল টিম সড়ক-মহাসড়কে কাজ করছে৷ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে৷ করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে৷ যারা ঈদের ছুটিতে জেলা ছেড়েছেন তারা যেন সেখানেই অবস্থান করেন৷ বিধিনিষেধ শেষ হবার আগে ফেরার কোনো প্রয়োজন নেই৷ টিকা গ্রহণ, চিকিৎসা সেবার মতো জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন জেলা পুলিশ সুপার৷

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সকাল থেকে কঠোরতম লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সাথে মাঠে আছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ৷ সকলকে ঘরে থাকার অনুরোধ করা হলো। এই লকডাউন বাস্তবায়নে কারো অসহযোগিতা পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: