গাজীপুরে লকডাউন কার্যকর করতে তৎপর পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে গাজীপুরে পুলিশের তৎপরতা অব্যহত রয়েছে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত কয়েক দিন ধরে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও তা আবারও বেড়েছে। গতকাল ২৪ ঘণ্টায় করোনায় ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জন। উল্লিখিত সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ২৯১ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন।
গতকাল রোবাবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা নয় লাখ ৯৮ হাজার ৯২৩।
গতকাল রোববার ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩০.০৪। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৬২ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।
মারা যাওয়া ২২৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৯ জন, খুলনা বিভাগের ৫০ জন, চট্টগ্রাম বিভাগের ৪০ জন, রাজশাহী বিভাগের ২১ জন, বরিশাল বিভাগের ছয়জন, সিলেট বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৫ জন।
এদিকে গাজীপুরে সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউন ফাঁকি দিয়ে গোপনে কাশিমপুর এলাকায় একটি পোশাক কারখানা চালু রাখেন কর্তৃপক্ষ। গতকাল রোববার গোপন খবরে নির্বাহী হাকিম কামরুজ্জামানের নেতৃত্বে সিটি করপোরেশনের কাশিমপুর নোয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেখানকার কটন ক্লাব বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করে।
নির্বাহী হাকিম কামরুজ্জামান জানান, লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি নিয়ম না মেনে কারখানা খোলা রাখায় কটন ক্লাব বিডি কারখানায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া গাজীপুর প্রশাসনের পক্ষ থেকে জনগণের স্বার্থে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা অব্যহত থাকবে। সবাইকে লকডাউন বাস্তবায়নে সহায়তা করতে ও ঘরে অবস্থান করতে বলা হয়েছে।