নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে রোববার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)। তিনি তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পাশাপাশি তিনি সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন।
ওই অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব থানা, ফাঁড়ী, তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।