অসহায় মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছেন এসপি আলিমুজ্জামান

ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, বিপিএম-সেবা তাঁর ভালো কাজ ও নানামুখী জনবান্ধন উদ্যোগ এর মধ্য দিয়ে ইতোমধ্যে মানুষের মন জয় করেছেন।
২০১৯ সালের ২৫ জুলাই তিনি ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। সেই হিসেবে ২০২১ সালের ২৫ জুলাই তিনি ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দুই বছর পূর্ণ করলেন। এই দুই বছর ছিলো ফরিদপুরের পরির্বতনের ঘটনা বহুল বছর। বিভিন্ন ক্ষেত্রে পরির্বতন হয়েছে এই দুই বছরে।
মোঃ আলীমুজ্জামান এর ফরিদপুর জেলা পুলিশ সুপার পদে যোগদানের দুই বছর পূর্তিতে তাঁকে ফুলের শুভেচ্ছা জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ হেলালউদ্দিন ভূইয়া ও সিনিয়র ট্রাফিক ইন্সেপেক্টর মো. তুহিন লস্করসহ পুলিশের কর্মকর্তারা। এসময় দুই বছরে পুলিশ সুপারের নেয়া বিভিন্ন কাজের প্রশংসা করেন তাঁর। তাঁর জানান, এমন ভালো একজন সৎ পুলিশ সুপার কর্মক্ষেত্রে ভাগ্যগুণে পাওয়া যায়।
এদিকে জেলার পুলিশ সুপার হিসেবে এখনো তাঁর সাথে দেখা করার জন্য অফিসের দরজা প্রতিটি সাধারণ মানুষের জন্য খোলা থাকে। দিন-রাত অফিসে থেকে সময় দেন অসহায় মানুষের কথা শোনার জন্য। ধৈর্য্য ধরে তিনি তাঁদের কথা শোনেন এবং সাধ্যমত সাহায্য সহযোগিতা করে থাকেন। অনেক ক্ষেত্রে তাঁর বেতনের টাকা দিয়ে মানুষের পাঁশে গিয়ে দাড়াঁন।
করোনার শুরু থেকে তাঁর নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশ করোনায় মৃত ব্যক্তির দাফন, সৎকার, ফ্রি অক্সিজেন সেবা, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান, লকডাউন নিশ্চিতসহ নানা কাজে ফরিদপুর জেলা পুলিশ এখন একটি উদাহরণ সারা দেশে। এছাড়া তাঁর নেয়া আরো বিভিন্ন উদ্যোগ দেশের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে মডেল হিসেবে।
রাজনৈতিক, সামাজিক ও করোনা সময়ে তিনি এই জেলার পুলিশ সুপার হিসেবে অনেক কিছু দিয়েছেন জেলার বাসিন্দাদের। তাঁর সময়ে তিনি প্রতিটি মানুষের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। অসহায় মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছেন তিনি। তাঁর সময়ে সাধারণ মানুষ যে ভরসা পেয়েছেন তা হয়তো এর আগে তেমন করে কেও দিতে পারেনি।
জেলার বাসিন্দাদের নিরাপদ রাত-দিন উপহার দিয়ে চলছেন ফরিদপুরের জনবান্ধব পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, বিপিএম-সেবা।