South east bank ad

বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি: যশোর জেলা পুলিশ

 প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৩:২১ পূর্বাহ্ন   |   জেলা পুলিশ

বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি: যশোর জেলা পুলিশ

আজ সদর ১নং বিট পুলিশ কার্যালয়ে পৌর ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরাম এর সার্বিক সহযোগিতায় করোনা মহামারীতে নিম্ন আয়ের কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

উক্ত খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সকল নিম্ন আয়ের কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন।

অতিঃ পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, পুলিশি সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ কমিউনিটি পুলিশিং এবং সর্বশেষ বিট পুলিশিং সেবা চালু করেছে।এর সুফল সর্বসাধারণ ইতোমধ্যে পেতে শুরু করেছে।

একই সাথে তিনি বলেন করোনা মহামারীতে নিম্ন আয়ের কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সহায়তা নিঃসন্দেহে একটি মহৎ কাজ আর এটা যারা আয়োজন করেছেন তাদের জানান আন্তরিক ধন্যবাদ।
তিনি আরো বলেন, আমরা জেলা পুলিশ করোনার সেই শুরু থেকেই সমাজের বিভিন্ন পেশাজীবীদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা ধারাবাহিক ভাবে প্রদান করে আসছি। একই সাথে বাংলাদেশ পুলিশের স্বেচ্ছাসেবক সংগঠন কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই মহামারীর আঁধার কাটিয়ে আবার নতুন করে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। আর এই মহামারী কাটিয়ে উঠতে আমাদের সকলকে অবশ্যই সঠিক নিয়মে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, সাঈদুর রহমান রিপন, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু, পৌর কমিউনিটি পুলিশিং ফোরাম এর সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, পৌর ১নং কমিউনিটি পুলিশিং ফোরাম এর সাধারণ সম্পাদক শেখ হারুনার রশীদ(ফুলু) সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: