শিরোনাম

South east bank ad

নরসিংদীতে শিক্ষানবিশ উপ-পুলিশ পরিদর্শকগণের প্রশিক্ষণ অগ্রগতি কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০২:৩৭ পূর্বাহ্ন   |   জেলা পুলিশ

নরসিংদীতে শিক্ষানবিশ উপ-পুলিশ পরিদর্শকগণের প্রশিক্ষণ অগ্রগতি কর্মশালা অনুষ্ঠিত
        
বৃহস্পতিবার (২৯ জুলাই ২০২১খ্রি.) নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষানবিশ উপ-পুলিশ পরিদর্শকগণের প্রশিক্ষণ অগ্রগতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।

উক্ত কর্মশালায় সর্বমোট ১৩ জন শিক্ষানবিশ উপ-পুলিশ পরিদর্শক অংশগ্রহণ করেন। উল্লেখ্য, শিক্ষানবিশ উপ-পুলিশ পরিদর্শকগণ জেলার ৭টি থানাতে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করছেন। বাস্তব প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীগণ যাতে পরিপূর্ণভাবে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারেন সে লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন নরসিংদী পুলিশ সুপার। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। কর্মদক্ষতা ও নিষ্ঠার সাথে কর্মকর্তারা পেশাগত জীবনে সফল হোক সে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নরসিংদী জেলা পুলিশে বাস্তব প্রশিক্ষণ গ্রহণকালীন উপরিউক্ত শিক্ষানবিস উপ-পুলিশ পরিদর্শকগণদের সমন্বয়ে প্রশিক্ষণ অগ্রগতি কর্মশালার এমন আয়োজন চলমান থাকবে।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: