নরসিংদী জেলা বিশেষ শাখার সদস্যদের নিয়ে ঈদোত্তর প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

শুক্রবার নরসিংদী জেলা বিশেষ শাখা (ডিএসবি) এর আয়োজনে ঈদোত্তর প্রীতি সম্মিলন ও ভোজ এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
ঈদোত্তর প্রীতি সম্মিলন ও ভোজে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা বিশেষ শাখার সকল অফিসার ও ফোর্সগণ অংশগ্রহণ করেন।
পুলিশ লাইন্স মসজিদের ইমাম শুরুতেই দোয়া পরিচালনা করেন। অতঃপর ঈদোত্তর প্রীতি সম্মিলনের কেক কাটা হয় এবং সকলে ডিনারে অংশগ্রহণ করেন।