South east bank ad

বাংলাদেশ পুলিশ নাট্যদলের পরিবেশনায় নরসিংদীতে 'অভিশপ্ত আগস্ট' নাটক মঞ্চায়ন

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ০২:৩৬ পূর্বাহ্ন   |   জেলা পুলিশ

বাংলাদেশ পুলিশ নাট্যদলের পরিবেশনায় নরসিংদীতে 'অভিশপ্ত আগস্ট' নাটক মঞ্চায়ন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, ছিলেন তাঁর স্বপ্নের রূপকার। তিনি বাঙালির স্বাধীনতা সংগ্রামের সর্বশ্রেষ্ঠ প্রেরণাদাতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনন্য প্রতীক পুরুষ - জাতির অস্তিত্ব। পঁচাত্তরের শোকাবহ অভিশপ্ত ১৫ আগস্ট আমরা হারিয়েছি আমাদের স্বাধীনতার স্থপতিকে - জাতির পিতাকে। সেই রাত্রিতে ঘটে যাওয়া জাতির ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় নিয়ে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনা নাটক ‘অভিশপ্ত আগস্ট’।  

‘অভিশপ্ত আগস্ট’-এর উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে গত ৩১ জুলাই ২০২১ রাজারবাগ পুলিশ অডিটরিয়াম, ঢাকায়। ঢাকার বাইরে প্রথম নরসিংদী জেলায় মঙ্গলবার (০৩ আগস্ট ২০২১খ্রিঃ) নরসিংদী জেলা পুলিশ এর আয়োজনে ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি জেলা শিল্পকলা একাডেমী, নরসিংদীতে মঞ্চায়ন হয়েছে। নাটকটির মূল ভাবনা, গল্প সংকলন, গবেষণা এবং সার্বিক সহযোগিতা করেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। 

পুলিশ ইন্সপেক্টর মোঃ জাহিদুর রহমানের নাট্যরূপ ও নির্দেশনায় মঞ্চস্থ এক ঘণ্টা দশ মিনিট ব্যাপ্তির 'অভিশপ্ত আগস্ট' নাটকের বিভিন্ন চরিত্রে বাংলাদেশ পুলিশ নাট্য দলের কলাকুশলীগণ অনবদ্য অভিনয় করছেন, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। আমন্ত্রিত অতিথিবৃন্দ নাটকটির ভূয়শী প্রশংসা করেন। সম্মানিত অতিথিগণ তাদের বক্তব্যে ঢাকার বাইরে প্রথম নরসিংদী জেলায় নাটকটি মঞ্চায়ন করায় বাংলাদেশ পুলিশ এবং নরসিংদী জেলা পুলিশ কে ধন্যবাদ জানান। একই সাথে বক্তাগণ নাটকটি বহুল মঞ্চায়নের ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। তিনি তার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্ট যাঁরা শাহাদাতবরণ করেছিলেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। ঐ‌তিহা‌সিক এমন এক‌টি ঘটনা‌কে নাট‌কে তু‌লে আনা সহজ কাজ নয়। তবু, পু‌রো ঘটনা‌টি অত্যন্ত সাবলীলভা‌বে উপস্থাপন করায় এর অভিনেতা ও কলাকুশলীদের ধন্যবাদ জানান পুলিশ সুপার। বিশেষভাবে কৃতজ্ঞতা নিবেদন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর প্রতি।

নাটকটিতে স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের আমন্ত্রণ জানানো হয়। ইতিহাস আশ্রিত নাটকটি অধিক সংখ্যক মানুষের দেখার সুবিধার্থে স্থানীয় ক্যাবল নেটওয়ার্কে এবং জেলা পুলিশের ফেইসবুক পেইজেও সরাসরি সম্প্রচার করা হয়।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: