South east bank ad

গোপালগঞ্জে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী স্মরণে জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২১, ০১:২৬ পূর্বাহ্ন   |   জেলা পুলিশ

গোপালগঞ্জে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী স্মরণে জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

৫ আগস্ট, ১৯৪৯ ইং জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। শিক্ষা, রাজনীতি, ক্রীড়া, সংস্কৃতি সহ প্রতিটি অঙ্গনেই  তিনি রেখেছেন সফলতার ছাপ। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী, ১৫ আগস্ট, ১৯৭৫ ইং ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে বঙ্গবন্ধু সহ মোট যে ১৮ জনকে হত্যা করা হয় তার মধ্যে সবার প্রথমেই হত্যা করা হয় শেখ কামালকে। জাতি হারায় বীর মুক্তিযোদ্ধা এবং অপরিসীম সম্ভাবনাময় ২৬ বছরের এক টগবগে তরুণকে। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী স্মরণে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ ও দাবা টুর্নামেন্ট। খেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম। পরবর্তীতে জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপন করেন পুলিশ সুপার। এসময় জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: