ভোলায় গণটিকাদান কর্মসুচীর টিকা কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার

প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত গণটিকাদান কর্মসুচীর আওতায় দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে আজ (৭ আগস্ট) শনিবার ভোলা সদর থানাধীন হোমিও কলেজ টিকাদান কেন্দ্র, বাপ্তা নাসরিন মাধ্যমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্র এবং ফাতেমা খানম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। তজুমদ্দিন থানাধীন বিভিন্ন টিকাদান কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এ সময় ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ দৌলতখান থানা ভোলা, স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।