ভাল কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হলেন সিলেট জেলা পুলিশের ৭৯ জন অফিসার

জুলাই মাসে ভাল কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন সিলেট জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৭৯ জন অফিসার ফোর্স। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদেরকে শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জননিরাপত্তা নিশ্চিতসহ পুলিশের কর্মতৎপরতা বৃদ্ধি এবং তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষে পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে রোববার (৮ আগস্ট) সকাল ১১টায় এই মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমানের সঞ্চালনায় কল্যাণ সভায় সকল স্থরের পুলিশ সদস্যদের পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ সুপার। একই সাথে পুলিশ লাইন সহ অফিসার ফোর্সের সার্বিক কল্যাণের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।
একই দিন বিকাল ৩টায় পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ক্ষতিগ্রস্ত মানুষদের ন্যায় বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে মামলা তদন্তের নির্দেশ দেন। একই সাথে সম্পত্তি সংক্রান্ত অপরাধ রোধ করতে চিহ্নিত ডাকাত এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রভাস সিংহ, সকল থানার অফিসার ইনচার্জ প্রমুখ।