রংপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১' প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর প্রান্ত থেকে সংযুক্ত থেকে উক্ত অনুষ্ঠান প্রত্যক্ষ করা হয়।
এছাড়া এ উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়। দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এছাড়া এসময় বিআরডিবি'র ৪ জন সদস্যের মাঝে ১৪ লাখ টাকার প্রণোদনার চেক বিতরণ করা হয়।