নোয়াখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

আজ নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে "বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে" আলোচনা সভা , দরিদ্র, অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম,(পিপিএম)। প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মোহাম্মদ শফিউল আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইসরাত সাদমীন।