ঝিনাইদহে জেলা পুলিশ ও পুনাকের সামাজিক বনায়ন কর্মসূচি পালিত

“মুজিববর্ষে অঙ্গীকার করি
সোনার বাংলা সবুজ করি”
এই স্লোগানকে সামনে রেখে সারাদেশ ব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা,পুনাক।
এ সময় ঝিনাইদহ জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, পুনাক সভানেত্রী মীর ফারজানা শারমিন সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
ভিডিও কনফারেন্স শেষে পুলিশ লাইন্সে বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করেন পুনাক সভানেত্রী সহ পুনাকের অনান্য সদস্যরা।