পিরোজপুর জেলার পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার পিরোজপুর মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় সাংবাদিকগণ, জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উক্ত সভায উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবা, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম নারায়ণ রায়চৌধুরী, সদস্য সচিব রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন শুকুর, এম.এ রাব্বানী ফিরোজ, মনিরুজ্জামান নাসিম আলীসহ জেলায় কর্মরত প্রিন্ট,ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।