নোয়াখালী জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও পুলিশ মিডিয়া সেলের উদ্বোধন

আজ নোয়াখালী পুলিশ লাইন্স শহীদ মনিরুল হক হলে নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) নোয়াখালী জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় পুলিশ সুপার নোয়াখালী জেলায় যোগদানের পর গত ২০ দিনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এ ছাড়া সাংবাদিকদের যে কোন অপরাধের তথ্য দিয়ে জেলা পুলিশ'কে সহায়তা কারার অনুরোধ জানান।
উক্ত সভায় সাংবাদিকগণ তাদের বিভিন্ন বিবিষয় পুলিশ সুপার এর নিকট তুলে ধরেন। তখন পুলিশ সুপার তাদের দেয়া তথ্য যাচাই করে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এবং পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) নোয়াখালী জেলা পুলিশের নতুন মিডিয়া সেল এর শুধ উদ্বোধন করেন।