মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নাটক “অভিশপ্ত আগস্ট” পরিবেশিত

মানিকগঞ্জে গতকাল বুধবার নাটক “অভিশপ্ত আগস্ট” পরিবেশন করা হয়। নাটকটির আয়োজন করে মানিকগঞ্জ জেলা পুলিশ।
ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) -এর পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে ১৫ আগস্ট, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নৃশংস হত্যাকান্ডের ওপর ইতিহাস আশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট”তৈরি করা হয়।
নাটকটি গতকাল বুধবার ২৫ আগস্ট সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় এবং বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হয়।