South east bank ad

নিষিদ্ধ পলিথিন তৈরির ‘মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ’ কারখানায় রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযান

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২১, ০৫:৪০ অপরাহ্ন   |   জেলা পুলিশ

নিষিদ্ধ পলিথিন তৈরির ‘মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ’ কারখানায় রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযান

গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনা এবং নেতৃত্বে পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান, জনাব মোঃ মোতালেব হোসেন, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) শ্রী সবিন চন্দ্র মাহাতো, এসআই(নিঃ) মোঃ আবু ছাইয়ুম তালুকদার, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ রংপুর জেলা প্রাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মলিহা খানম ও পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ফারুক হোসেন যৌথভাবে কোতয়ালী থানাধীন ২৫ নং ওয়ার্ডস্থ শালবন মিস্ত্রিপাড়ার শিয়ালুর মোড়ে অবস্থিত মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ নামক সরকার কর্তৃক নিষিদ্ধ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে সরকার কর্তৃক নিষিদ্ধ পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিন জব্দ করে, যার আনুমানিক ওজন প্রায় ১.৫ টন এবং মুল্য আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা।

এসময় উক্ত প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় যে-

ক) সরকার ঘোষিত নির্ধারিত মাপের বাইরে পলিথিন উৎপাদন করেন।

খ) উক্ত কোম্পানীর কোন প্রকার রেজিষ্ট্রেশন নাই।

গ) ফায়ার সার্ভিস প্রত্যায়ন নাই।ঘ) অগ্নি নির্বাপক ব্যাবস্থা নাই।

ঙ) শ্রমিকদের হাতে হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরিহিত দেখা যায় নাই।

চ) নোংরা পরিবেশে স্বাস্থ্য বিধি না মেনে শ্রমিকদের ঔষধ প্রস্তুত করতে দেখা যায়।

চ) মেশিন অপারেটর নাই।ছ) পরিবেশ ছারপত্র নাই।

জ) কর্মচারীদের স্বাস্থ্য সনদ নাই।

ঝ) কলকারখানা লাইসেন্স নাই।প

রবর্তীতে উক্ত অপরাধের দায়ে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মলিহা খানম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার মোঃ মওলা বকশ (৬৫), মৃত বশির উদ্দিন, মাতা- ওবেদা খাতুন, সাং- শালবন মিস্ত্রি পারা, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে ৮ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারান্ডের আদেশ দেন এবং লাইসেন্স না করা পর্যন্ত উক্ত ফ্যাক্টরীটির সকল কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন।উল্লেখ্য যে, রংপুর মহানগরী এলাকার অবৈধ, ভেজাল ও পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন, ক্রয়-বিক্রয় বন্ধসহ সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা বিভাগ (ডিবি)’র অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: