বরিশালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ ইকবাল হোছাইন

গতকাল মঙ্গলবার বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ ইকবাল হোছাইন। এসময় পুলিশ সুপার মো. মারুফ হোসেন নতুন এই অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন- বরিশালের প্রশাসন ও অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন এবং সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন। এছাড়া আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।