শিরোনাম

South east bank ad

কুষ্টিয়ায় মাস্ক পরিধান জোরদারে ট্রাফিক পুলিশের করনীয় বিষয়ে মতবিনিময় সভা

 প্রকাশ: ০২ জুন ২০২১, ০৫:৪৭ অপরাহ্ন   |   জেলা পুলিশ

কুষ্টিয়ায় মাস্ক পরিধান জোরদারে ট্রাফিক পুলিশের করনীয় বিষয়ে মতবিনিময় সভা

মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে কোভিড ১৯ সংক্রমণ নিন্ত্রনের লক্ষ্যে মাস্ক পরিধান কার্যক্রম জোরদার করনের নিমিত্তে ট্রাফিক পুলিশের করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে মতোবিনিময় সভায় উপস্থিত ছিলেন। "মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় গণসচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরণ কার্যক্রমক আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কুষ্টিয়া জেলার ট্রাফিক পুলিশকে কাজ করার নির্দেশনা প্রদান করেন। ভারতের কোভিড-১৯ নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশের সীমান্তবর্তী ০৮টি জেলায় ছড়িয়ে পড়ায় কুষ্টিয়ার প্রবেশ মুখে ট্যাফিক পুলিশকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের  নির্দেশ দেন। 

পুলিশ সুপার আরো বলেন কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ এর উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও আইজিপি এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরে ভারতের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে না পড়ে সেই লক্ষে কাজ করার পরামর্শ প্রদান করেন। কোভিড-১৯ সংক্রমণ রোধে মাস্ক ব্যতিত কোন ব্যক্তি শহরে প্রবেশ না করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম কুষ্টিয়ার সম্মানিত সকল নাগরিকদের গণপরিবহনে চলাচল, দোকানে কেনাকাটা, কাচাবাজার সহ সর্বোপরি বাইরে চলাচলের সময় মাস্ক পরিধান  করে এ মহতি কাজে পুলিশকে সহজগিতা করার জন্য আহবান জানাচ্ছেন।  

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ রাজিবুল ইসলাম,  অফিসার ইন চার্জ কুষ্টিয়া মডেল থানা, টি আই ১ সহ কুষ্টিয়া জেলা ট্রাফিক পুলিশের সকল সদস্যবৃন্দ।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: