নড়াইলে অবসরে যাওয়া কর্মীদের সম্মাননা প্রদান

নড়াইল জেলা হতে পিআরএল (অবসরে) যাওয়া সহকর্মীদের বিদায় সম্মাননা স্মারক দিলেন ও সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়ি পৌঁছে দিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
গত বৃহস্পতিবার ০৩ জুন ২০২১ইং তারিখে শেষ সময়ে নড়াইল জেলা হতে চাকুরি জীবন শেষ করে অবসরে যাওয়া সহকর্মীদের বিদায়বেলায় আনুষ্ঠানিকতার সঙ্গে সুসজ্জিত গাড়িতে কর্মস্থল থেকে শেষ বারের মতো বিদায় জানালেন নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নির্দেশে নড়াইল জেলা হতে অবসর উত্তর ছুটি (পিআরএল) গমণকারী এএসআই (সঃ) ১৯০/মোহাম্মদ আবুল হোসেন বেগ, কনস্টেবল/১৭২ কাজী মোঃ নজরুল ইসলাম, কনস্টেবল/৩১৮ মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, কনস্টেবল/১৩৪ মোঃ মাহবুবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে শেষ স্মৃতি হিসেবে বিদায় সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ।
অবসরে যাওয়ার সময় পুলিশ সুপারের কাছ থেকে বিদায়ী সম্মাননা স্মারক ও সম্মানজনক বিদায় পেয়ে সশস্ত্র এএসআই মোঃ আবুল হোসেন বেগ আবেগে কেঁদে ফেলেন এবং পুলিশ সুপারসহ সব পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন আমাদের পরিবারের সদস্যরা এবং পাড়া-প্রতিবেশীরা অধীর আগ্রহ সহকারে পথ চেয়ে আছেন। কারণ- আমরা তাদেরকে বলেছি, আমাদেরকে আনুষ্ঠানিকতার সঙ্গে সুসজ্জিত গাড়িতে করে যার যার বাড়ি পৌঁছে দেবেন।
তিনি আরও বলেন, সত্যি এমন বিদায় প্রতিটা পুলিশ সদস্যের জন্য অত্যন্ত সম্মানের।