পদোন্নতি পাওয়া সহকর্মীদের বিদায় সংবর্ধনা দিলেন ঢাকা জেলার পুলিশ সুপার

আজ ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স হলে ঢাকা জেলা পুলিশের মোঃ জাহিদ হোসেন এবং সানজিদা আফরিন-এর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি জনিত বদলি উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ উত্তর) আবদুল আল-কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ নাসিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) এস, এম, জহিরুল ইসলামসহ ঢাকা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মোঃ জাহিদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়াটার্স এবং সানজিদা আফরিন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গাজীপুর (সদর সার্কেল) এ যোগদান করবেন।