South east bank ad

কুষ্টিয়ায় কর্মরত অফিসার ও ফোর্সের সমন্বয়ে এক মতবিনিময় সভা

 প্রকাশ: ০৬ জুন ২০২১, ০৭:৩১ অপরাহ্ন   |   জেলা পুলিশ

কুষ্টিয়ায় কর্মরত অফিসার ও ফোর্সের সমন্বয়ে এক মতবিনিময় সভা

কুষ্টিয়ায় গতকাল ৫ জুন ২০২১ইং তারিখ রাত সাড়ে ৯টায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা বিশেষ শাখার কর্মরত অফিসার ও ফোর্সের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। মতবিনিময় সভায় উপস্থিত সবাই সাবলিল ভাষায় তাদের সুবিধা-অসুবিধার কথা উপস্থাপন করেন। এতে প্রধান অতিথি উপস্থিত সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। 

সেই সঙ্গে প্রতি মাসে "জেলা বিশেষ শাখার মাসিক তথ্য বিশ্লেষণ সভা" নামে একটি সভা অনুষ্ঠানের ঘোষণা দেন। 

ওই মতবিনিময় সভায় ডিএসবিতে জোনে কর্মরত সব সদস্যকে বিভিন্ন ঘটনাবলি সংক্রান্ত অগ্রিম তথ্য দেওয়ার  জন্য নির্দেশনা দেন। 

এছাড়াও পুলিশ সুপার আইজিপির পাঁচ নির্দেশনা যথা: দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, পুলিশকে হতে হবে মাদকমুক্ত, পুলিশের নিষ্ঠুরতা বন্ধ করে আইনি সক্ষমতাকে কাজে লগানো, বিট পুলিশিং জোরদার করা এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করণে ব্রীফ করা। 

সভায় ডিএসবির সদস্যদের ভালকাজের প্রতিদান স্বরূপ অর্থ পুরস্কারের কথা ঘোষণা করেন। ডিএসবিতে পাসপোর্ট, ভিআর এবং পুলিশ পুলিশ ক্লিয়ারেন্সের মত বিষয়গুলোকে সবোচ্চ গুরুত্ব দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে আবেদনকারী প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। 

দেশকে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন। জনগনের জন্য সবসময় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। একজন পুলিশ সদস্যের ভাল কাজের ওপর নির্ভর করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম। কর্তব্য পালনের সময়ে এমন কোন কাজ করা যাবে না যাতে আইজিপির সম্মান বা বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। 

আইন-শৃংখলা সংশ্লিষ্ট অগ্রিম তথ্য সংগ্রহে সবাইকে সোচ্চার হওয়ার নির্দেশ দেন। এসময় আরও উপস্থিত ছিলেন  মোঃ ফরহাদ হোসেন খাঁন, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবুল ইসলাম, সদরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ অফিসার ও ফোর্সরা।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: