শিরোনাম

South east bank ad

রাজবাড়ী জেলায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ০৭:০৩ অপরাহ্ন   |   জেলা পুলিশ

রাজবাড়ী জেলায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা

গতকাল সোমবার ৭ জুন ২০২১ ইং তারিখে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়। 
আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসন ও অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)আনিসুজ্জামান, এএসপি প্রবেশনারসহ সব থানার অফিসার ইনচার্জ, রাজবাড়ী জেলার অফিসার ও ফোর্সরা। 

অফিসার এবং ফোর্সদের উপস্থিতিতে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান রাজবাড়ী জেলা পুলিশের সব সমস্যার কথা শোনেন এবং সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জকে নির্দেশ দেন। 

এছাড়াও রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও ফোর্সের কল্যাণে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আইন -শৃংখলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: