শিরোনাম

South east bank ad

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়াল সরকার

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন   |   সরকার

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়াল সরকার

তৃতীয়বারের মতো জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এ কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট।

তবে কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় আরো ১৫ দিন মেয়াদ বাড়িয়েছে সরকার।

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের দায়িত্ব দেওয়া হয় জাতীয় ঐকমত্য কমিশনকে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে সংস্কার বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছেছে।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে ‘জুলাই সনদ’-এ চূড়ান্ত ঐকমত্য গঠনের কথা রয়েছে।

BBS cable ad

সরকার এর আরও খবর: